৩১ টি মন্তব্য/প্রতিক্রিয়া এসেছে এ পর্যন্ত:
আলোচনায় অংশগ্রহণ করতে নিচের মন্তব্য-ফর্ম ব্যবহার করুন, অথবা, লগ-ইন করা অবস্থায় মন্তব্য করুন:
==নিয়মাবলি==
* ভাষা: মন্তব্যের ভাষা হওয়া উচিত (মূলত) বাংলা — অবশ্যই বাংলা হরফে। আর ভাষারীতি লেখ্যভাষা হিসেবে প্রচলিত প্রমিত বাংলা হওয়াই শ্রেয়।
** মডারেশন: মন্তব্যের ক্ষেত্রে এখানে প্রাক-অনুমোদন মডারেশনের চর্চা নেই। তবে যে-সব কারণ উপস্থিত থাকলে প্রকাশিত মন্তব্য বিনা নোটিশে (এবং কোনো ধরণের কারণ-দর্শানো ছাড়াই) পুরোপুরি মুছে দেয়ার বা আংশিক সম্পাদনা করার অধিকার "মুক্তাঙ্গন" সংরক্ষণ করে, সেগুলো হলো: (ক) সাধু এবং চলিত রীতির সংমিশ্রণ; (খ) ত্রুটিপূর্ণ বানানের আধিক্য; (গ) ভাষার দুর্বল, আঞ্চলিক, অগ্রহণযোগ্য বা ছাপার অযোগ্য প্রয়োগ; (ঘ) ব্যক্তিগত আক্রমণ প্রবণতা, ছিদ্রান্বেষণ ও কলহপ্রিয়তা; (ঙ) অপ্রাসঙ্গিকতা ও বক্তব্যহীনতা। এ ব্যাপারে মডারেশন টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই, চূড়ান্তভাবে পেশ করার আগে "প্রাকবীক্ষণ"-এর মাধ্যমে নিজ-মন্তব্যের প্রকাশিতব্য রূপ যাচাই করে নিন।
==নিবন্ধিত লেখকদের প্রতি==
লেখকের নিজস্ব পাতার প্রকাশিত কাজের তালিকায় আপনার পেশ করা মন্তব্যের নির্ভুল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে 'লগ-ইন' করা অবস্থায় মন্তব্য করুন।
==প্রকাশিত বক্তব্যের/মতামতের দায়ভার==
পোস্ট কিংবা মন্তব্যে প্রকাশিত বক্তব্য কোন অবস্থাতেই মুক্তাঙ্গন ব্লগের নিজস্ব মতামতের বা অবস্থানের পরিচায়ক নয়। বক্তব্যের দায়ভার লেখক এবং মন্তব্যকারীর নিজের। শুধুমাত্র "মুক্তাঙ্গন" নামের আওতায় প্রকাশিত বক্তব্যই ব্লগের সামষ্টিক অবস্থানকে নির্দেশ করবে।
* ভাষা: মন্তব্যের ভাষা হওয়া উচিত (মূলত) বাংলা — অবশ্যই বাংলা হরফে। আর ভাষারীতি লেখ্যভাষা হিসেবে প্রচলিত প্রমিত বাংলা হওয়াই শ্রেয়।
** মডারেশন: মন্তব্যের ক্ষেত্রে এখানে প্রাক-অনুমোদন মডারেশনের চর্চা নেই। তবে যে-সব কারণ উপস্থিত থাকলে প্রকাশিত মন্তব্য বিনা নোটিশে (এবং কোনো ধরণের কারণ-দর্শানো ছাড়াই) পুরোপুরি মুছে দেয়ার বা আংশিক সম্পাদনা করার অধিকার "মুক্তাঙ্গন" সংরক্ষণ করে, সেগুলো হলো: (ক) সাধু এবং চলিত রীতির সংমিশ্রণ; (খ) ত্রুটিপূর্ণ বানানের আধিক্য; (গ) ভাষার দুর্বল, আঞ্চলিক, অগ্রহণযোগ্য বা ছাপার অযোগ্য প্রয়োগ; (ঘ) ব্যক্তিগত আক্রমণ প্রবণতা, ছিদ্রান্বেষণ ও কলহপ্রিয়তা; (ঙ) অপ্রাসঙ্গিকতা ও বক্তব্যহীনতা। এ ব্যাপারে মডারেশন টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই, চূড়ান্তভাবে পেশ করার আগে "প্রাকবীক্ষণ"-এর মাধ্যমে নিজ-মন্তব্যের প্রকাশিতব্য রূপ যাচাই করে নিন।
==নিবন্ধিত লেখকদের প্রতি==
লেখকের নিজস্ব পাতার প্রকাশিত কাজের তালিকায় আপনার পেশ করা মন্তব্যের নির্ভুল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে 'লগ-ইন' করা অবস্থায় মন্তব্য করুন।
==প্রকাশিত বক্তব্যের/মতামতের দায়ভার==
পোস্ট কিংবা মন্তব্যে প্রকাশিত বক্তব্য কোন অবস্থাতেই মুক্তাঙ্গন ব্লগের নিজস্ব মতামতের বা অবস্থানের পরিচায়ক নয়। বক্তব্যের দায়ভার লেখক এবং মন্তব্যকারীর নিজের। শুধুমাত্র "মুক্তাঙ্গন" নামের আওতায় প্রকাশিত বক্তব্যই ব্লগের সামষ্টিক অবস্থানকে নির্দেশ করবে।
[মন্তব্য-লিন্ক]
নির্মাণকে শুভেচ্ছা
[মন্তব্য-লিন্ক]
test
[মন্তব্য-লিন্ক]
rayhan,
its great!
[মন্তব্য-লিন্ক]
muktangan namTa anek kathaa mane kariye dilo amake!
[মন্তব্য-লিন্ক]
সুমন, এটা একটা সাধারণ কাঠামো । তৈরী করা হয়েছে যাতে একে কেন্দ্র করে develop করা যায় এবং নিজেরাও যাতে একটু practice করতে পারি । please feel free to suggest changes – which is the whole point of all these.
by the way, নির্মাণের এই ত্রিমূখী অস্তিত্বের (ie: nirman magazine + blog (muktangon) + discussion forum (baroari) ব্যপারে সবার মতামত দরকার।
[মন্তব্য-লিন্ক]
rayhan,
ami dhakay ese ekhono iqbal-er songe jogajog kore uThte parini. khub besto somoy kaTchhe.
amar bhalo legechhe amader blog-Ta. onnora kii bhabchhe jani na.
tobe FONT SIZE khub chhoTo, boRo kora gele bhalo hoy.
bhalo achhis nishchoy.
sumon
[মন্তব্য-লিন্ক]
“chiTpunjo” kii?
[মন্তব্য-লিন্ক]
post-e bangla o english FONT-er size-e somota (chokhe dekhar khetre) ana jabe?
[মন্তব্য-লিন্ক]
চিট মানে tag, পুঞ্ছ মানে cloud . একটু ন্যাকামো হয়ে গেল মনে হয়। tag অর্থ উপবিষয় বলতে পারিস। cloud বিষয়টা বেশ মজার, দেখলেই পরিস্কার হবে - tag cloud ।
font এর আকার code দিয়ে ঠিক করতে হবে, মাত্রতো নাড়াচাড়া করছি, আয়ত্ব করতে একটু সময় লাগবে। তুই ও চেষ্টা করে দেখতে পারিস: go to theme editor and edit the css style sheet; that is where i believe you need to do the editing. আরেকটা বিষয় – তুই কোন্ browser/operating system এ ব্লগটা দেখেছিস? we need to remember, looks do vary from one browser to another. well, that’s what i figured out in the last few days !
একটা বিস্তারিত mail পাঠাচ্ছি।
[মন্তব্য-লিন্ক]
রায়হান,
গতকাল ইকবালের সঙ্গে দেখা করেছিলাম। ও বলল, ওয়েবসাইট ডেভলপ করার জন্য ড্রিমউইভার-ই সুবিধাজনক হবে। নিয়মিত্ লেখা সংযোজনের জন্য এতেই সুবিধা। চট্টগ্রামে ফিরে ড্রিমউইভার নিয়ে বসব। ইতিমধ্যে তুইও দেখতে পারিস।
তোরা কেমন অছিস?
সুমন
[মন্তব্য-লিন্ক]
ভালো কথা, অক্ষর বড়ো করতে পারা গেল না। কী করব?
[মন্তব্য-লিন্ক]
সুমন, এ বিষয়ে স্থায়ী সমাধান যতদিন বের করতে না পারছি, ততদিন Firefox/IE এর টুলস বা সেটিংস অপশন থেকে ফন্টের আকার (minimum 16 points) বড় করে নেবার উপদেশ দেয়া যেতে পারে। এছাড়া, ctrl+ (অথবা মাইনাস) দিয়েই ফন্ট বড়ছোট করে নেয়া যেতে পারে, আপাতত।
এর মধ্যে bangla help page টার একটা চলনসই খসড়া লিখে ফেলা যায় কি?
[মন্তব্য-লিন্ক]
এটা একটু দেখ:
http://joomla-cms.dk/joomla-15-dreamweaver-extension/
[মন্তব্য-লিন্ক]
vaia apnar phonetic option ta kivabe thik korlen. amar to hocchena. 🙁
[মন্তব্য-লিন্ক]
কিছুটা ঝড়ে বক বলতে পারেন। পুরোটা সার্ভার থেকে মুছে ফেলে (use ftp/file manager from ctrl panel, not the webdisk) আবার গোড়ার থেকে ইন্সটল করে দেখি ঠিক হয়ে গেছে। তবে আমার আরেকটা ব্লগ সাইটেও একই সমস্যা, কিন্তু সেখানে এই পদ্ধতিতে কাজ হচ্ছেনা এখনো। সমাধান খুঁজছি।
[মন্তব্য-লিন্ক]
@জিহাদ
আপনাদের bangla date plugin বসাতে কোন সমস্যা হয়নি? কিভাবে করলেন? আমাদের তো আরেকটু হলে পুরো সাইট crash করছিল !
[মন্তব্য-লিন্ক]
আপনি তো তাহলে ভাই লাকি মানুষ। আমার সিডরেও বক মরবেনা মনে হয়।
আগের সার্ভারেও এই সমস্যা ছিল। নতুনটাতেও হচ্ছে। কি মুসিবত বলেন দেখি।
bangla fixer ও কাজ করছেনা 🙁
বাংলা ডেট প্লাগইন এ কিছু প্রব্লেম আছে। অনেক প্লাগইন এর সাথেই কনফ্লিক্ট করে। আপনার ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম হয়েছে। সব চে বেশি সমস্যা হয় সাইড বার লগইন প্লাগইন ইউজ করলে।
[মন্তব্য-লিন্ক]
আপনার ই-মেইল চেক করুন। একটা ফাইল পাঠিয়েছি; possible solution.
[মন্তব্য-লিন্ক]
ami kono mail paini. kindly arekbar pathate parben ki … ?
amar id : xihad76@yahoo.com
[মন্তব্য-লিন্ক]
vaia it worked great!!! thnx for the file 🙂
ar font size boro korar jonno css e ektu change anlei hobe. if u need any help u can tell me.
thnx again 🙂
[মন্তব্য-লিন্ক]
must have ended up in your bulk/spam mail folder, as common with yahoo. check and acknowledge receipt pls.
[মন্তব্য-লিন্ক]
মন্তব্যের সঙ্গে দৃশ্যমান এই বানানগুলো ঠিক করা যায় কীভাবে?
অপরাহ্ন > অপরাহ্ণ
পূর্বাহ্ন > পূর্বাহ্ণ
কিন্তু … মধ্যাহ্ন, আহ্নিক
[মন্তব্য-লিন্ক]
এটা মূল ভাষা ফাইলের অংশ। দেখি পরিবর্তন করতে পারি কিনা। ঠিক কোনটা পরিবর্তন করতে চাচ্ছিস?
AM: পূর্বাহ্ণ
PM: অপরাহ্ন
অন্য কোন বিকল্প থাকলে তাও জানাতে পারিস।
মধ্যাহ্ন, আহ্নিক – এর বিষয়টা একটু ব্যাখ্যা কর।
[মন্তব্য-লিন্ক]
না, বিকল্প নয়, পালটাতে চাইছি বানান। “হ্ন” (হ + ন) কেবল অহ্ন, মধ্যাহ্ন ও আহ্নিক-এর ক্ষেত্রে হবে; পূর্বাহ্ণ ও অপরাহ্ণ-তে “হ্ণ” (হ + ণ) হবে।
[মন্তব্য-লিন্ক]
দু’টোই একরকম দেখাচ্ছে ! প্রোগ্রামের ত্রুটি কিনা বুঝতে পারছিনা।
[মন্তব্য-লিন্ক]
বলিস কী? এত ভুলভাল নিয়ে তো …
তার ওপর “পু”র্বাহ্ন দেখাচ্ছে, জুন মাঝেমধ্যে “জুল” হয়ে যাচ্ছে। ছাপাখানার ভূতের কথা শুনেছি, কিন্তু এই ভূতের কথা তো আগে কখনো শুনিনি!
কত অজানারে!
[মন্তব্য-লিন্ক]
এখন দেখে বল।
[মন্তব্য-লিন্ক]
পূর্বাহ্ণ, অপরাহ্ণ, পরমান্ন, আমি ধন্য, তোরই জন্য, বন্য বন্য…
হ্যাঁ, এখন তো দিব্যি ঠিক আছে!
শুরুর পৃষ্ঠার খসড়া নকশাটা দেখিসনি? পছন্দ হয়নি বোধহয়; তাই না?
[মন্তব্য-লিন্ক]
পছন্দ হয়েছে, বিশেষ করে সাবটাইটেল ছাড়াটা। এমনকি খুবই। বেশ আধুনিক।
শেষ পর্যন্ত ভাষা ফাইলটাকে আয়ত্ব করা গেল। যা কিছু পরিবর্তন বা সংশোধন করা প্রয়োজন মনে করিস, জানাস। কিছু কিছু বাক্যের অনুবাদ খুব একটা ভালো হয়নি। সম্ভব হলে নিজেদের পরিভাষা ব্যবহার করা উচিত।
[মন্তব্য-লিন্ক]
রায়হান,
তোর মন্তব্যে খানিকটা আশ্বস্ত হলাম।
তবে রং পালটাতে হবে। এ ব্যাপারে কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাস। অন্য দু-একজনকেও জিজ্ঞেস করব।
সি.এস.এস. টেম্পলেটটা খুলে দেখেছিলি? সাবটাইটেলগুলিকে ওরকম “স্পর্শকাতর” করার কথা ভাবছিলাম। কীভাবে করা যায় জানার জন্য একটা ই-বুক নিলাম, কিন্তু ড্রিমউইভার (বহনযোগ্য) কোনো কারণে আমার পিসি-তে ইনস্টল হচ্ছে না। স্বপ্ন-বুনন আর হলো না!
হ্যাঁ, যথাযথ ও নিজস্ব পরিভাষা ব্যবহার করা গেলে খুব ভালো হয়। কোন্ কোন্ শব্দগুলো নিয়ে তোর অতৃপ্তি জানাবি? আমিও আমারটা তোকে জানাব।
[মন্তব্য-লিন্ক]
রায়হান,
নির্মাণ-এর ওয়েব সাইটের প্রথম পৃষ্ঠা নতুন করে তৈরি করেছি। তোকে ই-মেইল করে পাঠাচ্ছি। আমার মনে হয়, এটাকে নিয়ে আরো কাজ করলে কিছু একটা দাঁড়াবে। তোর মতামত জানাটা জরুরি।
ইংরেজি লেখাগুলো css file-টার মতো করে এলে ভালো হয়; তাই না? রংটা অবশ্যই পালটাতে হবে। এটা প্রাথমিক খসড়া।
তোর কোনো পরামর্শ থাকলে জানাবি।
“চিত্রশালা”র বদলে “ছবিঘর” ব্যবহার করা যেতে পারে। অন্য কোনো ভালো বিকল্প আছে? “বারোয়ারি” পালটে “মুক্তাঙ্গন” রাখাই শ্রেয়।
আরো দুটো ই-বুক নিলাম। ঘাঁটাঘাঁটি করে দেখি।